thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

মামলা হওয়ার পরই  সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৩ মার্চ ২৯ ১৫:০১:৫৬
মামলা হওয়ার পরই  সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:মামলা হওয়ার পরই প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে বেসরকারি রিহ্যাবিলেটেশন সেন্টারের মধ্যে অনুদান বিতরণ ও বার্ষিক ড্রাগ রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার জন্য যে কেউ ক্ষুব্ধ হতে পারেন। তাদেরই একজন সাভারে মামলা করেছেন। তবে মামলাটি কে করেছেন, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি মন্ত্রী।

তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, রাষ্ট্রও আইন অনুযায়ী চলে।

আসাদুজ্জামান খান কামাল জানান, শামসুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি তিনি এখনও বিস্তারিত জানেন না। প্রথম আলো যে সংবাদটি প্রকাশ করেছে, সেটা যে মিথ্যা ছিল, তা ৭১ টিভির সংবাদে পরিষ্কারভাবে উঠে এসেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর