thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

চট্টগ্রামে ঝুম বৃষ্টি,ম্যাচ শুরু শঙ্কা 

২০২৩ মার্চ ২৯ ১৫:২৭:৪৮
চট্টগ্রামে ঝুম বৃষ্টি,ম্যাচ শুরু শঙ্কা 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। তবে ভাগ্যের সহায়তায় শেষ পর্যন্ত সে ম্যাচ ডার্ক লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেও আবহাওয়ায় বৃষ্টির আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো! বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) দুপুর ২টায় সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এজন্য নির্ধারিত সময়ে টসে নেমে আগের ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে আয়ার‍ল্যান্ড। তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে টসের পরপরই ঝুম বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ শুরু নিয়ে শঙ্কায় পড়ে গেছে দুই দল। সকাল থেকেই রোদ-মেঘের লুকোচুরি খেলা চলছিল চট্টগ্রামে। তবে টসের পরেই দমকা হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি নামে। এতে ঝোড়ো বাতাসের কারণে টসের পরপরই ঢেকে ফেলা হয়েছে উইকেট ও চারপাশ। তার কিছুক্ষণ পরই শুরু হয় ঝুম বৃষ্টি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার ৬৭ ও লিটন দাসের ৪৭ রানে ভর করে বৃষ্টি নামার আগে ১৯.২ ওভারে ২০৭ করেছিল বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে বৃষ্টি আইনে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। তবে তাসকিন আহমেদের বোলিং তোপে আইরিশরা নির্ধারিত সময়ে ৮১ রানেই থেমে যায়।

তাই ইংল্যান্ডের পর আইরিশদের বিপক্ষেও সিরিজ জয়ের লক্ষ্যে আজ একাদশে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ দল। তবে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া আইরিশরা তাদের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। ক্রেইগ ইয়াংয়ের বদলে একাদশে ডাক পেয়েছেন ফিওনেন হ্যান্ড।

বাংলাদেশ একাদশ :লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ :পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর