thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

আইরিশদের  হোয়াইটওয়াশের মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

২০২৩ মার্চ ৩১ ১০:৫৯:৩১
আইরিশদের  হোয়াইটওয়াশের মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে টাইগাররা। বৃষ্টির কারণে ম্যাচ দুটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় ডার্ক লুইস মেথড পদ্ধতিতে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এবার আইরিশদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে টাইগাররা। সে লক্ষ্যে আজ শুক্রবার (৩১ মার্চ) সাগরিকার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পরই বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের শুরু। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে লাল সবুজের ডেরায় এসেই যেন আগ্রাসী ক্রিকেটীয় দর্শনে শিষ্যদের তাতিতে দিয়েছেন।

চট্টগ্রামে চলমান টি-টোয়েন্টি সিরিজ বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে জিতে নেয় টাইগাররা। তাই ইংরেজদের পর তাদের প্রতিবেশি দেশ আয়ারল্যান্ডকেও হোয়াইটওয়াশের হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে।

বৃষ্টির বাঁধার উপেক্ষা না থাকলে প্রথম দুই ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশ। ম্যাচে ওভার কমলেও প্রতি ইনিংসেই দুইশর অধিক সংগ্রহ পেয়েছিল স্বাগতিকরা৷ বোলিং-ফিল্ডিংয়েও দারুণ উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা।

তাই আগের পাঁচ ম্যাচের রেকর্ড ধরে রেখে সেই ধারায় অব্যাহত রাখতে চায় টাইগাররা। পারফরম্যান্সের ধারা অব্যাহত থাকলে প্রথমবারের মতো টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার নজির গড়বে সাকিব আল হাসানের দল।

ওয়ানডে ফরম্যাটে নিজেদের অন্যতম শক্তিতে পরিণত করেছে টাইগাররা। তবে টানা জয় বা অন্য টার্গেটের চেয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও ওয়ানডের মতো ব্র্যান্ড তৈরি করতে মুখিয়ে আছে বাংলাদেশ।

টানা জয়ের সংখ্যাটা বাড়িয়ে নেয়ার দারুণ সুযোগ থাকছে টাইগারদের। তাই সেরা দল হতে নির্ভিক ক্রিকেট খেলার উপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্টও।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মত টানা দুই ম্যাচে ২০০ প্লাস রান করতে সক্ষম টাইগাররা। যদি পুরো ২০ ওভার খেলার সুযোগ পেত তবে নিজেদের সর্বোচ্চ ২১৫ রানের রেকর্ডটিও ভাঙতে পারতো বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে হাফ-সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ওপেনার লিটন দাস। ২০০৭ সালে করা মোহাম্মদ আশরাফুলের ২০ বলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙেন লিটন। রেকর্ড গড়া ইনিংসে ৪১ বলে ৮১ রান করেন লিটন।

বল হাতে ২২ রানে ৫ উইকেট নেন অধিনায়ক সাকিব। দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত ভার্সনে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারী হন সাকিব।

লিটনের সঙ্গে উদ্বোধনী জুটিতে দারুণ পারফরমেন্স করছেন রনি তালুকদার। দুই ম্যাচেই আক্রমনাত্মক ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে লিটনের সাথে ১২৪ রানের রেকর্ড জুটি গড়েন রনি।

আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগার কাপ্তান সাকিব। তবে পরিবর্তন যাই হোক দলের মূল লক্ষ্য যে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা তাও পরিষ্কার করে বলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

অন্যদিকে বাংলাদেশ ‘খুব শক্তিশালী দল’ হিসেবে স্বীকার করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। সফরে জয়ের দেখা না পেলেও এই ম্যাচ একতরফা হবে না বলে মনে করেন তিনি। এই ম্যাচে প্রতিরোধ গড়ে তোলার আশা আইরিশ ওপেনারের।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর