thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

ফৌজদারি মামলায়  যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প

২০২৩ মার্চ ৩১ ১১:০২:৩২
ফৌজদারি মামলায়  যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক:অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখার জন্য পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে বিপুল পরিমাণ অর্থ প্রদানের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে নিউইয়র্কের আদালত। এর ফলে যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করেন। আমেরিকার ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় বিচারের সম্মুখীন হলেন। ২০১৬ সালে নির্বাচনের আগে অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখতে অনৈতিক এ কাজ করেছিলেন বলে অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে।

গুরুতর এ অভিযোগ করেন পর্ন তারকা স্টরমি ড্যানিয়েল। পরে এ বিষয়ে নিউইয়র্কের আদালতের ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার এ বিষয়ে ট্রাম্পকে অভিযুক্ত করেন নিউইয়র্কের গ্র্যান্ড জুরি। তবে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

আদালতের অভিযুক্ত হওয়ায় যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। তবে আগামী সপ্তাহে ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর