thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

কাভার্ডভ্যান চাপায়  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত 

২০২৩ এপ্রিল ০১ ১৫:০৬:০৫
কাভার্ডভ্যান চাপায়  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত 

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর লালবাগে কাভার্ডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ এবং এর চালককে আটক করেছে লালবাগ থানা পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) রাতে লালবাগ বেড়িবাঁধে শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে মোটরসাইকেলে (রাইড শেয়ারিং) করে বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন ওই শিক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সানজিদার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর