thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সাংবাদিক হত্যাকারী বিএনপি এখন মায়াকান্না করে : ওবায়দুল কাদের

২০২৩ এপ্রিল ০২ ১৭:১৬:৪৬
সাংবাদিক হত্যাকারী বিএনপি এখন মায়াকান্না করে : ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাংবাদিকদের যারা হত্যা করেছে, সেই বিএনপি এখন তাদের জন্য মায়া কান্না করে। সাংবাদিকদের জন্য যা করেছে সব প্রধানমন্ত্রী করেছে। সাংবাদিককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

রোববার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অপরাধকে ভুল বলে এড়িয়ে যাওয়া যায় না। এটা জঘন্য অপরাধ। উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে শিশুদের এভাবে উপস্থাপন করলে সেই গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হয়। সেখানে শেখ হাসিনা অনেক ধৈর্যশীল। ’

ওবায়দুল কাদের বলেন, ‘ইতিহাসের অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটে। মার্কিন রাষ্ট্রদূতকে বলা হয়েছিল, বাংলাদেশের রাজনীতি অন্যান্য দেশের রাজনীতির মতো নয়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রী অপসে আসতে চেয়েছিলেন। শেখ হাসিনা বেগম জিয়াকে টেলিফোন আমন্ত্রণ জানিয়েছিলেন। ’

তিনি বলেন, ‘কোকো যখন মারা যায় তখন সময় নিয়ে পুত্রহারা মাকে সান্ত্বনা দিতে প্রধানমন্ত্রী গেলেও সেই দরজা বন্ধ করে দেওয়া হয়। তোমরা যাকে মারতে চেয়েছ, সেই বঙ্গবন্ধুকন্যা শোক প্রকাশ করতে তোমাদের কাছে গিয়েছে। এটাই বঙ্গবন্ধু কন্যার উদারতা। ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যে দেশে দণ্ডিত পলাতক আসামি তার বক্তব্য অনলাইনে প্রকাশ নিষিদ্ধ থাকলেও প্রতিনিয়ত মিটিং করে যাচ্ছে। এটাও বাংলাদেশে হচ্ছে। এরপরও বাংলাদেশে স্বাধীনতা নেই বলে গলাফাটানো হচ্ছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই সরকারের সমালোচনা করছে। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর