thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

আইপি টিভিতে  কোনো সংবাদ প্রচার করা যাবে না: তথ্যমন্ত্রী 

২০২৩ এপ্রিল ০৪ ০৫:০৯:০৭
আইপি টিভিতে  কোনো সংবাদ প্রচার করা যাবে না: তথ্যমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে কোনো সংবাদ প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শিগগিরই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করবে মন্ত্রণালয়।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা যাবে না। এটি মন্ত্রিসভায় বেশ আগে অনুমোদিত নীতিমালা। সেই আইন অনুযায়ী এগুলো সংবাদ পরিবেশন করা নিয়ম বহির্ভূত, আমি এটি মনে করিয়ে দিলাম। মন্ত্রণালয় থেকে আজকালের মধ্যে এটি বন্ধে বিজ্ঞপ্তি জারি করা হবে।

চলচ্চিত্রের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের সিনেমার সুদিন ধীর ধীরে ফিরে আসছে। বস্তুগত বা অবকাঠামোগত উন্নতির পাশাপাশি মানুষের আত্মিক উন্নতিও প্রয়োজন। আর আত্মিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র। এমন সব সিনেমা বানানো হোক যেন পরিবার পরিজন নিয়ে আমরা দেখতে পারি।

এর আগে বিএফডিসি চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তথ্যমন্ত্রী দিবসটির সূচনা করেন। এর পরপরই চলচ্চিত্র অঙ্গনের শিল্পী-কুশলীদের সঙ্গে মন্ত্রী র‌্যালিতে অংশ নেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর