thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

মার্কেটটি  ঝুঁকিপূর্ণ:দশবার নোটিশ দেওয়া হয়েছিল: ফায়ার সার্ভিস ডিজি

২০২৩ এপ্রিল ০৪ ১৭:০৪:১০
মার্কেটটি  ঝুঁকিপূর্ণ:দশবার নোটিশ দেওয়া হয়েছিল: ফায়ার সার্ভিস ডিজি

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগুন লাগা মার্কেটটিকে আমরা বহুবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি। দশবার নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও কোনো কাজে আসেনি বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ডিজি বলেন, ২০১৯ সালের ২ এপ্রিল এই ভবনটি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছিলাম এবং ব্যানারও দিয়েছিলাম। এরপরে দশবার নোটিশ দিয়েছি। ফায়ার সার্ভিস বা আমার করণীয় যা যা ছিল তা করেছি। তারপরও এখানে ব্যবসা চলছিল। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকা মার্কেটটি যে ঝুঁকিপূর্ণ তা জানিয়ে তাদের নোটিশ দেওয়া হয়েছে কি না এবং তাদের অবহেলার কারণেই কী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে? জবাবে ডিজি বলেন, আমার কাছে এ প্রশ্নের উত্তর নেই। প্রশ্নটা যে সংস্থার নাম নিয়েছেন, তাকে জিজ্ঞাসা করাটা ব্যাটার।

দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর