thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

রূপালী ব্যাংকের পরিচালক জাকির আহাম্মদ

২০১৩ নভেম্বর ১২ ১৮:৫৭:৫২
রূপালী ব্যাংকের পরিচালক জাকির আহাম্মদ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মহাজোট সরকারের শেষ সময়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের পরিচালক পদে রাজনৈতিক বিবেচনায় আবারও নিয়োগ পেলেন আওয়ামী লীগ নেতা ও অনলাইন বার্তা সংস্থা আইএনবি’র চেয়ারম্যান ব্যারিস্টার মো. জাকির আহাম্মদ। এবার তাকে রূপালী ব্যাংকের পরিচালক পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

ইতোপূর্বে তাকে অগ্রণী ব্যাংকের পরিচালক পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের বিধান অনুযায়ী আইএনবি’র চেয়ারম্যান ব্যারিস্টার মো. জাকির আহাম্মদকে তিন বছরের জন্য রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

(দিরিপোর্ট২৪/এসআর/এনডিএস/নভেম্বর ১২,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর