thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আজ থেকে দুই ঘন্টা বেশি চলবে  মেট্রোরেল

২০২৩ এপ্রিল ০৫ ১২:৩৮:৩৭
আজ থেকে দুই ঘন্টা বেশি চলবে  মেট্রোরেল

দ্য রিপোর্ট প্রতিবেদক:যাত্রীদের চাহিদা বিবেচনা করে আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওগামী ৯টি স্টেশনে দুপুর ২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গত ৩০ মার্চ প্রবাসী কল্যাণ ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে।

প্রসঙ্গত, ২০১২ সালে সরকার এ প্রকল্প হাতে নেয়। ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

এ ছাড়া মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর