thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

এবার লেবাননে বিমান হামলা চালাচ্ছে  ইসরাইল

২০২৩ এপ্রিল ০৭ ১৩:১৩:৪৮
এবার লেবাননে বিমান হামলা চালাচ্ছে  ইসরাইল

দ্য রিপোর্ট ডেস্ক:ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার লেবাননেও বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ইসরাইলের সামরিকবাহিনী শুক্রবার (৭ এপ্রিল) ভোরে এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমানে তারা লেবাননে হামলা চালাচ্ছে।

এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেকোনো আগ্রাসনের জন্য শত্রুদের চরম মূল্য দিতে হবে।’


তাৎক্ষণিকভাবে লেবানন বা গাজায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে লেবাননের রকেট হামলার জবাব দেওয়ার ঘোষণার পরই গাজায় বিমান হামলা শুরু করেছে দেশটির সামরিকবাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অন্তত পাঁচটি স্থানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এগুলো হলো: উত্তর গাজার বেইত হেনোন কৃষিজমি, গাজা শহরের দক্ষিণে দুটি এলাকা, গাজা শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বদিকের কৃষিজমি ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকের একটি এলাকা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে যে হামাসের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করা হয়েছে। হামলার পর গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর