thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

গুরুতর অসুস্থ  ডা. জাফরুল্লাহ

২০২৩ এপ্রিল ০৭ ১৭:৩৯:৩৫
গুরুতর অসুস্থ  ডা. জাফরুল্লাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক:গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তার চিকিৎসার দেখভাল করছেন। বাকিটা আল্লাহ ভরসা। এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার। নিশ্চয়ই আল্লাহ অতীতের মতো এবারও আমাদের দোয়া শুনবেন। আমরা শ্রদ্ধেয় ডা. জাফরুল্লাহ চৌধুরী, আমাদের বড় ভাইকে সুস্থ দেখতে চাই। আমিন।’

এই বিষয়ে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী অবস্থা গুরুতর। তাকে বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ছাড়াও দেশের অন্যান্য চিকিৎসকরাও দেখভাল করছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর