thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একদিনের বেতন দেবে ভোক্তা অধিকার

২০২৩ এপ্রিল ০৮ ১৩:১০:৩৬
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একদিনের বেতন দেবে ভোক্তা অধিকার

দ্য রিপোর্ট প্রতিবেদক:বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একদিনের বেতন দেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, অনেকেই সহযোগিতা করবেন বলে আশ্বাস পেয়েছি। ইতোমধ্যে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আমাকে ফোন করে জানিয়েছেন, অধিদপ্তরের সবার একদিনের বেতন ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেবেন। এই টাকা প্রকৃত ব্যবসায়ীরা পাবেন, যারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। হেলাল উদ্দিন বলেন, দোকানের লোহালক্কড় বিক্রির ৪০ লাখ টাকাসহ সহায়তার সব টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে যাবে। পরে এক চেকের মাধ্যমে সব টাকা মেয়রের কাছে জমা হবে। সেখান থেকে ব্যবসায়ীদের দেওয়া হবে।

বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, ব্যবসায়ী না হয়েও অনেক ব্যক্তি অর্থ সহায়তা নিচ্ছেন। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। যার কারণে আইএফআইসি ব্যাংকে ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল’ নামে একটি ব্যাংক হিসাব চালু করা হয়েছে। যাতে প্রকৃত ব্যবসায়ীরা সহায়তা পান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ এপ্রিল) আগুন লেগে বঙ্গবাজারের ৫টি মার্কেটের পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর