thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

 ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিবে কারা সরকারে আসবে: হানিফ

২০২৩ এপ্রিল ০৯ ১৯:১৩:৪১
 ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিবে কারা সরকারে আসবে: হানিফ

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, "বিএনপি-জামায়াত আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না এটা বিএনপিও জানে। আর সে জন্য অহেতুক আন্দোলনের নামে রাজনৈতিক খেলা খেলে মানুষকে কষ্ট না দিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে রোববার (৯ এপ্রিল) পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে পল্টন থানা আওয়ামী লীগের আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, "আগামী জাতীয় নির্বাচন এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশন করবে। আপনারা যদি মনে করেন দেশের মানুষ সরকারকে পছন্দ না করে আপনাদের পছন্দ করে, তাহলে ভোটে আসেন। ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দেবে কারা সরকারে আসবে। কাদের দ্বারা দেশের জনগণ উপকৃত হয়, কোন সরকারের অধীনে দেশের উন্নয়ন হয় সেটা জনগণ সিদ্ধান্ত নেবে।"

বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না উল্লেখ করে হানিফ বলেন, "জনগণের প্রতি তাদের (বিএনপি) আস্থা নেই। জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই। এদের আস্থা বিদেশি প্রভুদের ওপর। তাই তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়। বিদেশি দূতাবাসগুলোতে দৌড়ঝাঁপ করে।"

তিনি আরও বলেন, "২০১২ সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু হয়েছিল তখন থেকে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার যখন হলো তখন থেকে আন্দোলন করছে। আন্দোলন করে লাভ কোনো হয়নি। বিএনপি-জামায়াত আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না। এটা বিএনপিও জানে। আর এজন্য এখন তারা যা বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে। বিএনপি-জামায়াতের লক্ষ্য একটাই, শেখ হাসিনার সরকারের পতন ঘটানো। কিন্তু তারা সরকারের ক্ষতি করতে গিয়ে রাষ্ট্র ও জনগণের ক্ষতি করছে।"

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর