thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সরকার নিজ লোকদের উন্নয়ন করেছে: ড. খন্দকার মোশাররফ 

২০২৩ এপ্রিল ১০ ১১:৫০:৩৩
সরকার নিজ লোকদের উন্নয়ন করেছে: ড. খন্দকার মোশাররফ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকার নিজ লোকদের উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি এ কথা বলেন।

এ সরকারের আমলে গরিবরা আরও গরিব হয়েছে, ধনীরা হয়েছে ধনী উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, সরকার কথায় কথায় বলে তারা নাকি উন্নয়ন করেছে। আসলে উন্নয়ন করেছে নিজ লোকদের। প্রকৃতপক্ষে সাধারণ মানুষদের কোনো উন্নতি হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ লুটপাটকারী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেশি। কারণ, তারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করছে। ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে। ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারেন না।

বিএনপির এই নেতা বলেন, আজকে দেশে কথা বলার ও লেখার স্বাধীনতা নেই। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তারা নির্যাতন করছে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই এই আইনে মামলা দিচ্ছে। দেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর