thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

স্বাগতিক ভারতকে হারাতে উদগ্রীব পাকিস্তান

২০২৩ এপ্রিল ১০ ১২:০৮:২১
স্বাগতিক ভারতকে হারাতে উদগ্রীব পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক:ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে স্বাগতিকদের হারাতে উদগ্রীব তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান। এমনটাই জানিয়েছেন দেশটির তারকা বাঁহাতি ওপেনিং ব্যাটার ইমাম-উল-হক।

ক্রিকেট পাকিস্তান ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। স্থানীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় ইমাম-উল-হক বলেন, আমরা আসন্ন বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যে ভাবতে শুরু করেছি। দলের প্রত্যেকেই ভারতের মাটিতে তাদেরই পরাজিত করতে চায়।

তিনি বলেন, আসছে বিশ্বকাপ নিয়ে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা ভারসাম্যপূর্ণ দল গঠন করেছি। দীর্ঘদিন ধরে টিমের প্রতি খেলোয়াড় একসঙ্গে খেলে আসছে। বিশ্বকাপের আগে আমরা আটটি ম্যাচ পাব। আমার মতে, বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতির জন্য তা পর্যাপ্ত।

বিশ্বমঞ্চে ওপেন করতে চান ইমাম-উল-হক। এ নিয়ে ভীষণ রোমাঞ্চিত তিনি। বাঁ-হাতি এই ব্যাটার বলেন, দলের ব্যাটিং ইনিংসের গোড়াপত্তন করার জন্য আমিসহ কয়েকজনের মধ্যে প্রতিযোগিতা চলছে। টিমের জন্যই এটি ভালো। যখন কেউ উদ্বোধন করতে নেমে ভালো করবে, তখন নিজের পারফরম্যান্সও ভালো হবে।

পাক উদ্বোধনী ব্যাটার বলেন, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ওপেনিংয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলছে তরুণরা। তাদের ব্যাটিং দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এটিও আমাদের সহায়তা করছে।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠবে ৫ অক্টোবর। আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর