thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঢাবিতে হামলার প্রতিবাদে ছাত্রদলের  তাৎক্ষণিক  বিক্ষোভ মিছিল

২০২৩ এপ্রিল ১১ ০২:৫১:৫১
ঢাবিতে হামলার প্রতিবাদে ছাত্রদলের  তাৎক্ষণিক  বিক্ষোভ মিছিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে সোমবার রাতে এ মিছিল হয়।

রাজধানীর কাকরাইল মোড় হতে মিছিলটি শুরু করে নয়াপল্টন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এদিন রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যালের বহির্বিভাগের সামনে ছাত্রদলের উপর হামলা হয়। হামলায় কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, বিশ্ববিদ্যালয়ের সহসাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী আব্দুল্লাহেল কাফি গুরুতর আহত হন।

আহতদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজে এবং পরে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে স্থানান্তর করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতাকর্মীর উপর কাপুরুষিত হামলা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের সৎ সাহস থাকলে ছাত্রদলকে মুখোমুখি মোকাবিলা করুক। আমরা দেখতে চাই ছাত্রলীগের ক্ষমতা কতটুকু।

তিনি বলেন, ছাত্রদল অতীতের তুলনায় শতশত গুণ শক্তিশালী। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ মিলেও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর