thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই 25, ৭ শ্রাবণ ১৪৩২,  ২৬ মহররম 1447

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু চায় যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী 

২০২৩ এপ্রিল ১১ ১১:২৯:০৬
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু চায় যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে শেষে ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন। তারা চান অবাধ ও সুষ্ঠু নির্বাচন। একটা মডেল নির্বাচন করতে বলেছেন। আমি বলেছি, অবশ্যই; এটা আমাদেরও উদ্দেশ্য। আমরাও মডেল নির্বাচন চাই।

তিনি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। তবে এ ব্যাপারে আপনাদের সাহায্য চাই। আপনারও আমাদের সাহায্য করেন, যেন একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি।

এর আগে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর