thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বারডেমের হিমঘরে  ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

২০২৩ এপ্রিল ১২ ১০:১৬:২৩
বারডেমের হিমঘরে  ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাত সোয়া ১টায় মরদেহ গোসল করানোর জন্য মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা ও দাফন কোথায় হবে তা এখনও জানা যায়নি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা বুধবার সকাল সাড়ে ১১টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুপরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর