thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক বাড়লেও লেনদেন কমেছে

২০২৩ এপ্রিল ১২ ১৯:৪৮:০২
সূচক বাড়লেও লেনদেন কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের শেয়ারবাজারে বুধবার (১২ এপ্রিল) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে

ডিএসইতে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৫টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৩৪টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৪১১ কোটি ৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৫৩ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ১৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৭০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত আছে ৬০টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর