thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সূচকের সাথে লেনদেন বেড়েছে

২০২৩ এপ্রিল ১৩ ১৪:৫১:৪৭
সূচকের সাথে লেনদেন বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের শেয়ারবাজারে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৮ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৪৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৪১৪ কোটি ১৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৮ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ১৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৮৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। v সিএসইতে ১০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত আছে ৫২টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ৯১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর