thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ডা. জাফরুল্লাহকে দেখতে মানুষের ঢল  গণস্বাস্থ্য  কেন্দ্রে

২০২৩ এপ্রিল ১৪ ১৩:১৩:২৫
ডা. জাফরুল্লাহকে দেখতে মানুষের ঢল  গণস্বাস্থ্য  কেন্দ্রে

দ্য রিপোর্ট প্রতিবেদক:গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে ও একনজর দেখতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ফুল হাতে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ডা. জাফরুল্লাহকে শ্রদ্ধা জানাতে পাশের এলাকা থেকে ছুটে এসেছেন শরিফ হোসেন নামে এক যুবক। তিনি বলেন, আমি শৈশব থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চিনি। প্রায় দেড় দশক আগে দেখেছি তার শার্টের বোতাম ছেঁড়া। জীবনে অনেক মানুষ দেখেছি। তবে ওনার মতো দেখিনি। সবাই বলেন, এ ব্যক্তির জন্য ১ টাকা করে প্যারাসিটামল খাচ্ছি। অন্যথায় একটির দাম হতো ২০ টাকা।

এদিন জুমার নামাজের পর ওই মাঠে ডা. জাফরুল্লাহর জানাজা সম্পন্ন হবে। পরে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহর মরদেহ আনা হয়। সেখান থেকে পিএইচএ মাঠে নিয়ে আসা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর