thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

 ব্যবসায়ীদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে নিউ মার্কেটের আকাশ-বাতাস

২০২৩ এপ্রিল ১৫ ১২:০২:২৫
 ব্যবসায়ীদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে নিউ মার্কেটের আকাশ-বাতাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

এদিকে আগুনের ঘটনায় ব্যবসায়ীদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে নিউ মার্কেটের আকাশ-বাতাস। অনেক ব্যবসায়ী জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা করছেন।

ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার ও পয়লা বৈশাখ থাকায় তাদের ব্যবসা ভালোই হয়েছে। প্রায় মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন তারা। শেষরাতের দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরে গেছেন। আর ভোরবেলা পেয়েছেন আগুনের সংবাদ।

কাঁদতে কাঁদতে তুষার নামে এক ব্যবসায়ী বলেন, গভীর রাত হওয়ায় দোকানের ক্যাশেই টাকা রেখে গেছিলাম। আড়াই ঘণ্টা পরেই শুনি মার্কেটে আগুন লেগেছে। ভাই আমি শেষ। আমার আর কোনো সম্বল বেঁচে নেই। স্ত্রী-সন্তানদের নিয়ে পরিবার কেমনে চালাব? আর পাওনাদারের টাকাই কীভাবে দিব?

এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর