thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

৭ ঘন্টার মধ্যেই বিশ্বকাপ ফুটবলের টিকিট শেষ

২০১৩ নভেম্বর ১২ ১৯:৩২:৪০
৭ ঘন্টার মধ্যেই বিশ্বকাপ ফুটবলের টিকিট শেষ

দিরিপোর্ট২৪ ডেস্ক : মাত্র ৭ ঘন্টার মধ্যেই ২০১৪ বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি হয়ে গেছে। সোমবার দ্বিতীয় ধাপে প্রায় দুই লাখ ৩০ হাজার টিকিট ছাড়া হয়েছিল ফিফা’র ওয়েব সাইটে। কিন্তু দেখা গেল ৭ ঘন্টার মধ্যেই টিকিট লুফে নিয়েছে ফুটবলপ্রেমীরা।

ফিফা জানিয়েছে, ‘দর্শক আগ্রহের মাত্রাটা অসাধারণ’ এবং প্রথম ধাপের তুলনায় এর কাটতিও অনেক বেশি। অগ্রাধিকার ভিত্তিতে বিক্রির জন্য এ পর্যন্ত সর্বমোট ৮ লাখ ৯০ হাজার টিকিট বরাদ্দ করা হয়েছে।

১৯৫০ সালের পর ব্রাজিলে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপ ফুটবলের জন্য ৬২ লাখ আবেদন জমা পড়েছিল। তবে প্রাথমিকভাবে বিক্রির জন্য রাখা হয়েছে ১১ লাখ টিকিট। যদিও দ্বিতীয় পর্বের জন্য বরাদ্দকৃত টিকিটের মধ্যে ছিলনা সবচেয়ে বেশী চাহিদা সম্পন্ন উদ্বোধনী ও ফাইনালসহ ২টি সেমিফাইনাল এবং স্বাগতিক ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচের টিকিট। আগামী ১২ জুন সাও পাওলোতে উদ্বোধনী এবং ১৩ জুলাই রিও ডি জেনিরিওর মারাকানা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৩২টি দলের কোনটি কোথায় অনুষ্ঠিত হবে তা নির্ধারিত হবে আগামী ৮ ডিসেম্বর জমকালো ড্র অনুষ্ঠানের মাধ্যমে। দলগুলোর সুচি নির্ধারিত হবার পর আরেকদফা ছাড়া হবে বিশ্বকাপের টিকিট।এর মধ্যে ৮ শতাংশ টিকিট বিশেষভাবে বরাদ্দ দেয়া হবে প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর নিজ নিজ সমর্থকদের জন্য।

ফিফা নিশ্চিত করেছে, মোট টিকিটের ৬২ শতাংশ স্বাগতিক ব্রাজিলীয়দের জন্য পাঠানো হয়েছে। আর আন্তর্জাতিকভাবে বিক্রিত টিকিটের বেশিরভাগই কিনে নিয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংলিশ ও আর্জেন্টাইন দর্শকরা। আসরের ৬৪টি ম্যাচের মধ্য থেকে সর্বোচ্চ ৭টি খেলা দেখার জন্য একজন আবেদনকারী প্রতি ম্যাচের জন্য একসঙ্গে সর্বাধিক ৪টি টিকিটের আবেদন করতে পারবে।

বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থার পক্ষ থেকে বলা হয় সোমবার ওয়েবসাইটের ৩৬ লাখ পৃষ্ঠা খুলে টিকিটের জন্য গ্রাহকরা ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছে। সংস্থাটি জানায় বিপুল সংখ্যক আবেদনকারী অনলাইনে টিকিটের জন্য ধর্না দিয়েছে। এত চাপ পড়ার পরও ওয়েবসাইট খুবই সুন্দরভাবে কাজ করেছে। কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়নি।

(দিরিপোর্ট২৪/এএস/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর