thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সৌদি আরবে  শুক্রবার ঈদ

২০২৩ এপ্রিল ২০ ২৩:৫০:৫৯
সৌদি আরবে  শুক্রবার ঈদ

দ্য রিপোর্ট ডেস্ক:বৃহস্পতিবার সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার ঈদ। সরকারি সূত্রের বরাতে গালফ নিউজে জানানো হয়েছে, আগামী শুক্রবার শাওয়ার মাসের প্রথম দিন এবং পবিত্র ঈদ।

ঈদ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। একমাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।

আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আজ বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর