thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

প্রধানমন্ত্রীর উপহারের ২০০ মডেল মসজিদে হবে ঈদের নামাজ 

২০২৩ এপ্রিল ২০ ২৩:৫২:২৩
প্রধানমন্ত্রীর উপহারের ২০০ মডেল মসজিদে হবে ঈদের নামাজ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:এ বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২০০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ইতিমধ্যে ৪ দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এসব মডেল মসজিদে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আয়োজন করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বাসস।

ইসলামিক ফাউন্ডেশনের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী, ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর