thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ময়মনসিংহের স্বস্তির বৃষ্টি

২০২৩ এপ্রিল ২১ ০০:০২:২৫
ময়মনসিংহের স্বস্তির বৃষ্টি

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রায় দুই সপ্তাহ তীব্র দাবদাহের পর অবশেষে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৮টায় ময়মনসিংহ নগরী ও জেলার তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃষ্টি নামে। এর মধ্যে গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সাইফুল ইসলাম নামে এক কলেজ প্রভাষক জানান, কাঙ্ক্ষিত বৃষ্টির মাধ্যমে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। এ ছাড়া এই বৃষ্টিপাতের ফলে কৃষকরাও অনেক উপকৃত হবেন।

তারাকান্দা উপজেলার কৃষক মতিউর রহমান বলেন, পানির অভাবে জমিতে ধান নষ্ট হয়ে যাচ্ছে। আজ হঠাৎ বৃষ্টি হওয়ায় আমরা খুব খুশি। তবে বৃষ্টির সঙ্গে হালকা শিলাবৃষ্টি হওয়ায় কিছুটা আতঙ্কে ছিলাম।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ময়মনসিংহ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে ময়মনসিংহে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিরাজ করেছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর