thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

একাই তিন পুরস্কার জিতলেন মেসি

২০২৩ এপ্রিল ২২ ১২:৩২:১৯
একাই তিন পুরস্কার জিতলেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক:কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে সোনালি ট্রফি জিতিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। এরপর এমবাপ্পে-বেনজেমাদের পেছনে ফেলে ২০২২ সালের ফিফা বর্ষসেরার পুরস্কারও জিতেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

যদিও একের পর এক রেকর্ড বইয়ে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের নাম উঠছে। এবার একাই জিতলেন তিন পুরস্কার। কাতার বিশ্বকাপের বছরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) পুরস্কার জিতেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল মহাতারকার হাতে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর শুক্রবার নিজেদের ওয়েবসাইটে পুরষ্কার দেওয়ার বিষয়টি জানিয়েছে আইএফএফএইচএস।

২০২২ সালে দারুণ ফর্মের কারণে সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে পদক জিতেছেন মেসি।

এখন পর্যন্ত মেসিই সবচেয়ে বেশি আইএফএফএইচএসের পুরস্কার জিতেছেন। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন এই বিশ্বজয়ী ফুটবলার।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর