thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করলেন সাকিব

২০২৩ এপ্রিল ২২ ১২:৩৩:৫২
নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করলেন সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক:মাগুরার নোমানী ময়দানে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হয়।

এ সময় জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ঈদের নামাজ আদায় করেন।

এ ছাড়া সাকিবের সঙ্গে তার বাবা মাশরুর রেজা কুটিল ও খালাতো ভাই ক্রিকেটার সোহাসসহ স্থানীয়রা নামাজ আদায় করেন। ঈদের নামাজ আদায় শেষে সাকিব উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান সাকিব।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর