thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

শুরু হলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস

২০১৩ নভেম্বর ১২ ১৯:৩৯:১১
শুরু হলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ২৭তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে।

মঙ্গলবার বিকালে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার্। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি মো. শাহরিয়ার আলম এমপি, মোহাম্মদ আলী দ্বীন, মেজর মো. ইয়াদ আলী ফকির (অব.), সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার টুর্নামেন্ট পরিচালক মো. আব্দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ২২টি দেশ : অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, মিশর, যুক্তরাজ্য, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, কাজাখস্তান, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইনস, সিংগাপুর, শ্রীলংকা, সিরিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ থেকে মোট ৯৪ জন খেলোয়াড় (৬৪ জন বালক ও ৩০ জন বালিকা) অংশগ্রহণ করছে।

বালক একক ও বালিকা একক এর সাইন-ইন এবং ড্র অনুষ্ঠিত হয়েছে। বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের খেলায় ভারতের অদিত্ব আনন্ত ৩-৬, ৭-৫ ও ৬-৪ গেমে ইন্দোনেশিয়ার, জাপানের কেটো সুবাসা ৪-৬, ৬-৩ ও ৬-১ গেমে কানাডার নাইলেস মইসন, চাইনিজ তাইপের ওয়াং টিন ৬-৩ ও ৬-৩ গেমে ভারতের আনসুমান গোয়ালিয়া, চায়নার রান জিয়া ফ্যাং ৬-০ ও ৬-০ গেমে বাংলাদেশের আরিফ হোসেনকে, ভারতের মোপুরি সাইতেজাস ৭-৫ ও ৬-৩ গেমে স্বদেশী জাফর সাভেদকে এবং চাইনিজ তাইপের ইয়াং লিউ ৬-২ ও ৬-৪ গেমে ভারতের সিদ্ধার্ত আনন্দকে হারিয়ে মূলপর্বে উন্নীত হয়েছেন।

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর