thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঈদ আনন্দে নতুন মাত্রা মেট্রোরেল 

২০২৩ এপ্রিল ২২ ২০:০১:০৫
ঈদ আনন্দে নতুন মাত্রা মেট্রোরেল 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পবিত্র ঈদুর ফিতরের দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর আনন্দে এবার যোগ হয়েছে মেট্রোরেল। পরিবার, প্রিয়জনদের নিয়ে হাতিরঝিল, চিড়িয়াখানার মতো রাজধানীবাসীর মধ্যে মেট্রোরেল ভ্রমণেও উন্মাদনা দেখা গেছে।

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন আগারগাঁও, মিরপুর ১০, পল্লবী স্টেশনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষকে টিকিট নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে দেখা গেছে।

ঈদের দিন মেট্রোরেল চলেছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। স্টেশনের গেট খোলার আগে থেকেই ভিড় জমিয়েছিলেন উৎসাহী যাত্রীরা। ঈদ উপলক্ষে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করেছে।

নানা ব্যস্ততায় আগে যারা মেট্রোরেলে ভ্রমণ করতে পারেননি তারাও পরিবার-পরিজন নিয়ে দ্রুতগামী এ যানবাহনে ভ্রমণ করতে স্টেশনে এসেছেন। ট্রেনে ভ্রমণকারীদের সেলফি, ছবি ও ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। মেট্রোরেরে ভ্রমণ করা শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোকসমাগম হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর