thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

রাজধানীসহ ২০ অঞ্চলের নদী বন্দরে সতর্কতা

২০২৩ এপ্রিল ২৩ ১২:২৮:৫৪
রাজধানীসহ ২০ অঞ্চলের নদী বন্দরে সতর্কতা

দ্য রিপোর্ট প্রতিবেদক:তীব্র গরমের পর দেশের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এরপর থেকে তাপমাত্রা কিছুটা কমে আসে। এর মধ্যেই দেশের ২০ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এই সংকেত বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা সংকেত নেই।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর