thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ঈদের দ্বিতীয় দিনেও  ফাঁকা রাজধানীর সড়ক 

২০২৩ এপ্রিল ২৩ ১২:৩১:০১
ঈদের দ্বিতীয় দিনেও  ফাঁকা রাজধানীর সড়ক 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আজ রোববার। রাজধানীর সড়কগুলোতে নেই কোন যানজট, নেই গাড়ির হর্নও। যেন এক নীরব শহরে নগরবাসীর প্রশান্তির বসবাস।

রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে এমন চিত্র। তবে সড়কে বেশি যানবাহন না থাকলেও রিকশা ও সিএনজির উপস্থিতি দেখা গেছে।

রাজধানীর কারওয়ান বাজার দেখা গেছে, দুদিন আগেও যে সড়কে ছিল যানজট, সেই দৃশ্য শতভাগ পাল্টে গেছে। গোটা এলাকায় সুনসান নীরবতা। কয়েকটি রিকশা, সিএনজি আর প্রাইভেটকার ছাড়া এই সড়কে দেখা যায়নি তেমন কোন বড় যানবাহন।

একই অবস্থা দেখা গেছে, মগবাজার, মালিবাগ, গুলিস্তান, শান্তিনগর, শাহবাগ, মহাখালীসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক আজও অনেকটা ফাঁকা। এসব এলাকায় গাড়ির চাপ নেই। নগরজুড়ে চলছে ছুটির আমেজ। বেলাল নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক বলেন, সকালে আমি যাত্রাবাড়ী থেকে রওয়ানা দিয়েছি, কিন্তু রাস্তায় কোনও যাত্রী না পেয়ে গুলিস্তান চলে এসেছি। রাস্তা একেবারে ফাঁকা। বেশিরভাগ মানুষ গ্রামে চলে গেছে। তবুও গাড়ি নিয়ে বের হতে হয়েছে। পরিবার তো চালাতে হবে। তবে যাত্রী পাওয়া গেলে এসময় গাড়ি চালিয়ে অনেক মজা পাওয়া যায়। কারণ সড়কে কোনও যানজট নেই। আশা করছি বিকেলে যাত্রী ভালো পাওয়া যাবে।

রিকশাচালক আকরাম হোসেন বলেন, রাস্তা একেবারে খালি। জ্যামও নেই, আবার যাত্রীও নেই। ফাঁকা রাস্তায় রিকশা চালাইতে ভাল্লাগে। ভাড়া কম হইলেও পোষায়। কিন্তু মানুষ ঢাকায় তেমন নাই, যাত্রীও পাই না। মনে হয় ১২টার পর মানুষ বাইর হইবো। যাত্রী যদি না থাকে ফাঁকা রাস্তা থাকলেই আমগো লাভ কী!

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর