thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খালেদা জিয়ার বাসায় বিএনপির নেতারা

২০২৩ এপ্রিল ২৩ ১২:৩৫:৩৬
খালেদা জিয়ার বাসায় বিএনপির নেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় গেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান রয়েছেন।

শনিবার রাত ৮টা ১০ মিনিটে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ঢুকেন তারা। তবে আগত নেতাদের দাবি ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতেই তারা অসুস্থ খালেদা জিয়ার কাছে এসেছেন।

বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। অসুস্থ থাকায় শর্তসাপেক্ষে মুক্ত দেয় সরকার। শর্তসাপেক্ষে মুক্ত হওয়ার পর ঈদে খালেদা জিয়ার সঙ্গে নেতারা সৌজন্য সাক্ষাৎ করে আসছেন।

২০২০ সাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন খালেদা জিয়া। এবার ঈদের আগেই পুত্রবধূ ও দুই নাতনি তার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশে অবস্থান করছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর