thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই 25, ৬ শ্রাবণ ১৪৩২,  ২৬ মহররম 1447

সরকারি অফিস-আদালত  খুলছে আজ

২০২৩ এপ্রিল ২৪ ০৯:৪৯:১১
সরকারি অফিস-আদালত  খুলছে আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে সোমবার (২৪ এপ্রিল) খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।

এর আগে, শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২৩ এপ্রিল) তাদের সেই ছুটি শেষ হয়েছে।

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। সরকারের নির্বাহী আদেশে ওইদিনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ঈদুল ফিতরে টানা পাঁচদিনের ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর