thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জনবিচ্ছিন্ন দল আন্দোলন করতে পারে না:  শিক্ষামন্ত্রী 

২০২৩ এপ্রিল ২৪ ০৯:৫০:২২
জনবিচ্ছিন্ন দল আন্দোলন করতে পারে না:  শিক্ষামন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক না কেন, কখনোই কোনো জনবিচ্ছিন্ন দল আন্দোলন করতে পারে না। আন্দোলন করতে হলে জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত সমর্থন লাগে।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি

শিক্ষামন্ত্রী বলেন, জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত সমর্থন বঙ্গবন্ধুকন্যার সঙ্গে। কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থান, সেটা বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই এসেছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের পকেট থেকে ক্যান্টনমেন্টের ভেতর জন্ম নেওয়া একটি দল বিএনপি। সে দলটি আন্দোলনের কথা বলে প্রায়ই। কিন্তু তারাতো শিখেছে হত্যা ও ষড়যন্ত্র। এটাই হচ্ছে তাদের পদ্ধতি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর