thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

চ্যাপমানের সেঞ্চুরিতে সমতায় ফিরলো  ব্ল্যাক ক্যাপসরা

২০২৩ এপ্রিল ২৫ ১৩:৫১:৫৫
চ্যাপমানের সেঞ্চুরিতে সমতায় ফিরলো  ব্ল্যাক ক্যাপসরা

দ্য রিপোর্ট ডেস্ক:ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও সিরিজ নিশ্চিত করতে পারেনি পাকিস্তান। সিরিজের প্রথম চার ম্যাচ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা। তাই সমতায় ফিরতে ব্যাকফুটে থাকা কিউইদের সামনে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পঞ্চম ও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করলো ব্ল্যাক ক্যাপসরা।

সোমবার (২৪ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে চ্যাপম্যানের ঝোড়ো সেঞ্চুরিতে দ্য গ্রিন ম্যানদের ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এর ফলে প্রথম দুই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো কিউইরা ২-২ সমতায় শেষ করলো পাঁচ ম্যাচের সিরিজ। এর আগে, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল চতুর্থ ম্যাচটি।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু এনে দিতে পারেননি অধিনায়ক বাবর আজম। তিন বাউন্ডারির মারে ১৮ বলে ১৯ রানেই সাজঘরে ফিরে যান এই ওপেনার। এরপর ‘গোল্ডেন ডাক’ উপহার দিয়ে ফিরে যান মোহাম্মদ হারিস ও সাইম আইয়ুব।

তবে একপ্রান্ত আগলে রেখে চতুর্থ উইকেট জুটিতে স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। এই দুই ব্যাটারের জুটি থেকে আসে ৭১ রান। ২২ বলে ২ ছক্কা ও তিন চারে ইফতিখার আউট হলেও মাত্র ৩৩ বলেই হাফ-সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান।

শেষ পর্যন্ত রিজওয়ানের ৪ ওভার বাউন্ডারি ও ৭ বাউন্ডারির সুবাদে ৯৮ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। শেষ দিকে ১৪ বলে ৫ চার ও এক ছক্কার ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। এতে করে বেশ খানিকটা বিপাকেই পরে টম লাথামের দল। তবে উইকেটে এসে জয়ের গল্পটা লেখেন চ্যাপম্যান-জিমি নিশাম জুটি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৫৭ বলে ৪ ছক্কা ও ১১ চারে ১০৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন চ্যাপম্যান। আর ৪ চার ও দুই ছক্কায় ২৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন নিশাম।

শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দারুণ এই জয়ে ২-২ সমতায় শেষ হলো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর