thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কারামুক্ত বিএনপি নেতা  রিজভী

২০২৩ এপ্রিল ২৬ ০৯:৩৯:৩৮
কারামুক্ত বিএনপি নেতা  রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক:চার মাস ২০ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানিয়েছেন, রুহুল কবির রিজভী সব মামলায় জামিনে থাকায় যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মুক্তি পেয়েছেন তার স্বামী।

পরে তিনি রিজভীকে নিয়ে প্রাইভেটকারে করে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রিজভীকেও গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর