thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫

২০২৩ এপ্রিল ২৮ ১৩:০৮:০০
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক:ইউক্রেনে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ কমপক্ষে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে ইউক্রেন কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে রাজধানী কিয়েভের কোন কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।


দিনিপ্রো শহরের মেয়র বরিস ফিলাটয় এক টেলিগ্রামবার্তায় জানিয়েছেন, রুশ হামলায় তার শহরে ১ নারী ও তার ৩ বছর বয়সি ছেলে নিহত হয়েছেন।

ইউক্রেনের ওমান শহরের সেনা কমান্ডার ইহর তাবুরেটস বলেছেন, শহরের মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর