thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সরকার পতনের সব লালবাতি জ্বলে গেছে: রিজভী

২০২৩ এপ্রিল ২৯ ১৯:০৬:৩৯
সরকার পতনের সব লালবাতি জ্বলে গেছে: রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক:‘অবৈধ সরকার পতনের সব লালবাতি জ্বলে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকতে ১৫ দিনের সফরে বিদেশিদের সঙ্গে দেন-দরবার করতে গেছেন। তিনি আবারও দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাইলে দেশের মানুষ মেনে নেবে না।

তিনি বলেন, দেশকে পঙ্গু ও বিরোধী দলশূন্য করার চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলেন। অথচ, ডিজিটাল আইনসহ বিভিন্ন কালাকানুন করে বাকস্বাধীনতাকে আটক করে রেখেছেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকারের অত্যাচারের নমুনা ব্রিটিশ-পাকিস্তান শাসনামল, হিটলার ও চেঙ্গিস খানকেও হার মানিয়েছে। এই সরকারের বর্বরতা ইতিহাস লিপিবদ্ধ থাকবে।

জেলখানায় নির্যাতনের নতুন মাত্রায় যোগ হয়েছে জানিয়ে রিজভী বলেন, বিরোধী দলের নেতাদের সেলে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে কেউ আমাদের সঙ্গে দেখা করতে এলে তার স্থান হয় কাশিমপুর কারাগার।

সভায় গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক সাফিন, একরামুজ্জামান বিপ্লবসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর