thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

এসএসসি  পরীক্ষার  প্রথম  দিনেই  রাজধানীতে  তীব্র  যানজট

২০২৩ এপ্রিল ৩০ ১২:৪৮:২১
এসএসসি  পরীক্ষার  প্রথম  দিনেই  রাজধানীতে  তীব্র  যানজট

দ্য রিপোর্ট প্রতিবেদক:এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন তীব্র যানজটের কবলে পড়ে নগরবাসী। রোববার সকাল ৮ টার পর থেকেই রাজধানীর উত্তরা, মিরপুর, বনানী, মতিঝিলসহ বিভিন্ন সড়কে দেখা যায় তীব্র যানজট।

রোববার (৩০ এপ্রিল) সপ্তাহের প্রথম কর্মদিবস এবং একইদিনে এসএসসি সমমান পরীক্ষা শুরু হওয়ায়। সকাল থেকেই সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা যায়।

রাজধানীর উত্তরার বাসিন্দা স্বপন কুমার( ৪২) বলেন, আজকে এসএসসি পরীক্ষা কথা ভেবে খুব সকালেই বাসা থেকে বের হয়েছি। রাস্তায় অনেক যানজট বাস থেকে নেমে আধা ঘণ্টা পায়ে হেঁটে বাইক (ওভার) নিয়ে অফিসে যাচ্ছি।

এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে সড়কগুলো যানজট আরো বাড়তে দেখা যায়। বিশেষ করে পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কগুলোতে। অনেক এসএসসির পরীক্ষার্থীকে বাস থেকে নেমে সড়কে হাঁটতে দেখা যায়। সালেহা খাতুন বলেন, (৩৭)আজকে প্রথম পরীক্ষার দিনে রাস্তায় অনেক জ্যাম। ৩০ মিনিট আগেই পরীক্ষার কেন্দ্রে পৌছাতে হবে। বাস থেকে নেমে মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করেছি। এছাড়া আর কোন উপায় নেই।

এসএসসি পরীক্ষার্থী শায়লা শারমিন বলেন, এবার পরীক্ষার হলে ৩০ মিনিট আগে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল সাড়ে সাতটায় মহাখালী থেকে বের হয়েছি রাস্তায় তীব্র যানজটের কারণে মতিঝিল আসতে দুই ঘণ্টা সময় লেগেছে। আর একটু দেরি হলে পরীক্ষার হলে প্রবেশ করতে পারতাম না।

সপ্তাহের প্রথম কর্মদিবস ও এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার জন মতিঝিল-সিদ্ধেশ্বরী-ফার্মগেট-মোহম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর এলাকায় সবচেয়ে বেশি যানজট দেখা যায়। তবে পরীক্ষা শুরু হওয়ার পর যানজট কিছুটা কমতে শুরু করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর