thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে:তথ্যমন্ত্রী 

২০২৩ এপ্রিল ৩০ ১৫:৫৭:২৮
বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে:তথ্যমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। তারা এখন রাজনীতির আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না, তাই সুস্থ খালেদা জিয়াকে অসুস্থ দেখিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ রোববার সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারিরীক অবস্থা নিয়ে সরকারের রাজনীতি করার কোনো ইচ্ছে নেই।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দলটিকে একটি লাঠিয়াল বাহিনী হিসেবে তৈরি করতে চায়। তাই নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। নির্বাচন তারা করতেও চায়না। নির্বাচনের প্রস্তুতি না নিয়ে সরকারকে দোষারোপ করে যাচ্ছে। এগুলো তাদের নির্বাচন না করার কৌশল।

সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন করার বিষয়টি এখন হাস্যরসে পরিণত হয়েছে। দলটির নেতারাও এখন বিশ্বাস করেনা যে তারা কোনো আন্দোলন করার যোগ্যতা রাখে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর