thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাশ ঘোষণা

২০২৩ মে ০৩ ১৫:০৯:৫৯
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাশ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক:আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সদ্য সমাপ্ত ২০২২ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস।

গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত পরিচালক পর্ষদের ৩৮৬তম সভায় এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৬ আগস্ট, ২০২৩ ব্যাংকের ২৮তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা (এজিএম) এর তারিখ এবং ১২ জুন, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। বিএসইসি এবং এজিএম এর অনুমোদন সাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্য উক্ত ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর