thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

মুক্তিযোদ্ধা বুধবার বাফুফে ভবনে যাচ্ছে

২০১৩ নভেম্বর ১২ ১৯:৪৬:০৬
মুক্তিযোদ্ধা বুধবার বাফুফে ভবনে যাচ্ছে

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হরতাল জটে পড়েছে ফুটবলের দল-বদল। মঙ্গলবার থেকে হিসেব করলেও বাকি ৩ দিন। এর পর আর সময় বাড়ানো হবে কি না তা এখনো জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) । এর আগে তিন বার দল-বদলের সময় বাড়ানো হয়েছে। ২৪ আগস্ট শুরু হওয়া দল বদলে বুধবার ১৩ নভেম্বর চতুর্থ দল হিসেবে বাফুফে ভবনে আসবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।

গতবার প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা ষষ্ঠ হলেও ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এবং সুপার কাপের সেমিফাইনালে লড়াই করে হেরেছে। এবার শক্তিশালী দল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন কোচ শফিকুল ইসলাম মানিক। এক ঝাঁক উদিয়মান খেলোয়াড়ের সঙ্গে অভিজ্ঞ ফুটবলারদের সম্বনয়ে দল গড়া হচ্ছে। অভিজ্ঞ গোলরক্ষক আমিনুল দীর্ঘদিন পর আবার মুক্তিযোদ্ধায় ফিরে এসেছেন। আবাহনীর স্ট্রাইকার এনামুল হক, সিরাজী, মোহামেডানের ইকবাল, মামুন, মারুফ আহমেদ, শেখ রাসেলের উত্তম বড়–য়া, শাহেদ এবং বিপুল এবার মুক্তিযোদ্ধায় যোগ দিচ্ছেন। পুরানোর মধ্যে শ্যামল, লিটন, বিপ্লব, ইব্রাহিমকে ধরে রেখেছে দলটি। বিদেশিদের মধ্যে এলিটা জুনিয়রকে রাখা হয়েছে দলে। বিদেশি কোটা পুরণে এবারও নাইজেরিয়ার দিকে ঝুকেছে লাল জার্সিধারীরা।

মুক্তিযোদ্ধার আগে টিম বিজেএমসি, সকার ক্লাব ফেনী এবং শেখ জামাল ধানমণ্ডি ক্লাব দল বদল শেষ করেছে। আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ক্রীড়াচক্র, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম আবাহনী এবং উত্তর বারিধারা ক্লাব এখনো দল বদল কার‌্যক্রমে অংশ নেয়নি। তবে তারা দল বদলে অংশ নেবে বলে ক্লাব সূত্রে জানা গেছে।

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর