thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীসহ দেশের  বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 

২০২৩ মে ০৫ ০৬:২০:৩৮
রাজধানীসহ দেশের  বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 

দ্য রিপোর্ট প্রতিবেদক:শুক্রবার সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙল ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের কাঁপুনিতে। আশপাশের অন্য জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪ দশমিক ২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে। ভোরবেলা কাঁপুনিতে ঘুম ভেঙে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪ দশমিক ২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, আজিমপুর থেকে ২৩ দশমিক ৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪ দশমিক ৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মৃদু এ ভূমিকম্পে ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর