thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা মারা গেছেন

২০২৩ মে ০৬ ১৪:৪৮:৫৯
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা মারা গেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর কলাবাগানের বাসায় শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৮ বছর।

এই তথ্য নিশ্চিত করেছে আওয়ামী লীগের বেশ কয়েকটি সূত্র। ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের স্ত্রী ছিলেন রহিমা ওয়াদুদ। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী দুনিয়ায় রেখে গেছেন। তার মেয়ে দীপু মনি শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

কখন ও কোথায় তাকে দাফন করা হবে তা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আগামীকাল (রোববার) সকালে দীপু মনির দেশে ফেরার কথা। দেশে ফেরার পর তার মায়ের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর