thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

টেক্সাসে  শপিংমলে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত 

২০২৩ মে ০৭ ১৪:৫০:১২
টেক্সাসে  শপিংমলে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত 

দ্য রিপোর্ট ডেস্ক:যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডালাসের উত্তরে একটি শপিংমলে একজন বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীকে পুলিশ গুলি করে হত্যা করেছে।

রোববার সকালে বিবিসি এক প্রতিবেদনে এ তথা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ব্যক্তি পথচারীদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছেন। ওই সময় অ্যালেন শহরের মল থেকে শত শত লোককে সরিয়ে নেয়া হয়। নিহতদের মধ্যে কয়েকজন শিশু বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজন গুরুতর আহত।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বন্দুকধারীকে কালো পোশাক পরা এবং যুদ্ধের সরঞ্জাম পরিহিত বলে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত এমন ১৯৮টি ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর