thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

এক সপ্তাহে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন

২০২৩ মে ০৯ ১৩:৫০:২২
এক সপ্তাহে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশে ফের করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়ছে। গত এক সপ্তাহে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। যা পূর্বের সপ্তাহের তুলনায় ৩৬ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে করোনা শনাক্ত হয় ৭৮ জনের।

সোমবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত এক দিনে ২৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ২৩ জনই ঢাকা মহানগরের বাসিন্দা। অন্যজন কুমিল্লা জেলার বাসিন্দা। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে।

তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে টানা ৪১ দিনে দেশে ভাইরাসটিতে মৃত্যু শূন্য রয়েছে। এর ফলে মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৬ জনে অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮৩৩ জন।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর