thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

মেসিদের স্পন্সর এখন বিকাশ

২০২৩ মে ০৯ ১৩:৫৯:১৫
মেসিদের স্পন্সর এখন বিকাশ

দ্য রিপোর্ট ডেস্ক:কাতারে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই সময় লিওনেল মেসিদের প্রতি বাংলাদেশি মানুষদের অকুণ্ঠ সমর্থন গোটা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছিল। তখন থেকে দুই দেশের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক আলোর মুখ দেখে। জুনে বিশ্বচ্যাম্পিয়নদের আতিথিয়তা দেওয়ার চেষ্টাও করেছিল বাফুফে। তবে মাঠ সংকটে আলবিসেলেস্তেদের সফর আপাতত থমকে গেছে।

বাংলাদেশে মাটিতে মেসিদের সফর আনুষ্ঠানিকভাবে আলোর মুখ না দেখলেও, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে দেশের মোবাইল ব্যাংকিং পরিসেবা প্রদানকারী কোম্পানি বিকাশ। এর মাধ্যমে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম স্পন্সর হিসেবে নিজেদের নাম লেখাল জনপ্রিয় কোম্পানিটি।


সোমবার (৮ মে) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা) তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোষ্টের মাধ্যমে এই তথ্য জানান। এরপর দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়াও এ তথ্য নিশ্চিত করেন।

ক্লাদিও তাপিয়া বলেন, ‘এশিয়ান দেশ থেকে বিকাশের মতো আঞ্চলিক স্পন্সরশীপ পেয়ে আমরা আনন্দিত। এই চুক্তির মধ্য দিয়ে আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আমাদের নজর কেড়েছে।

চুক্তির বিষয়টি নিশ্চিত করে বিকাশ তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে লিখেছে, 'জয়ের তেষ্টা আর অদম্য চেষ্টার বিকাশ ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। প্রযুক্তি আর দক্ষতার শক্তিতে আমরাও বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছি আর্থিক লেনদেনের আধুনিক সব সেবা, জয় করেছি কোটি গ্রাহকের মন। দুই চ্যাম্পিয়ন আজ একসাথে নতুন সম্ভাবনার পথে- সবসময়, সব প্রয়োজনে।'

আর্জেন্টিনার সঙ্গে চুক্তি প্রসঙ্গে বিকাশের সিইও কামাল কাদীর বলেন, ‘আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। ফুটবল এমন একটি খেলা যা পুরো বিশ্বকে একত্রিত করে।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর