thereport24.com
ঢাকা, শনিবার, ১৯ জুলাই 25, ৪ শ্রাবণ ১৪৩২,  ২৩ মহররম 1447

শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

২০২৩ মে ১১ ১১:০৪:১১
শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে আগামী শনিবার (১৩ মে) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এদিন বেলা ২টায় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

বুধবার (১০ মে) রাতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন আর গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মতো ব্যাপার। সরকার বিরোধী আন্দোলনে সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আরও অনেকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর